বরিশাল নগরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবন থেকে উদ্ধার হওয়া তিন লাশের মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মঈন জোমাদ্দার (৪৫) ও নগরের নাজির মহল্লা এলাকার কাঞ্চন ফরাজীর ছেলে নুর ইসলাম নুরু (৪৫)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তিনজনের লাশ সোমবার রাতে মর্গে এনে রাখে ফায়ার সার্ভিস। এর মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের লাশ হিমাগারে রয়েছে। তার পরিচয় শনাক্ত হয়নি।
সোমবার বিকেলে নগরের কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করে।