ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ১১ দফা দাবি আদায়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন। আজ বেলা ১১টায় বরিশাল নগরের ফকিরবাড়ী রোডে দলটির জেলা ও মহানগর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার সরকারের বিদায় হয়েছে। স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে বিদায় করে এক নতুন রাজনৈতিক বন্দোবন্তের মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানোসহ ১১ দাবি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নিবার্হী সমন্বয়কারী আরিফুল রহমান, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, রাজনৈতিক শিক্ষা সম্পাদক হাছিব অহমেদসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ