শিরোনাম
১৩ অক্টোবর, ২০২৪ ১৬:২৮

বরিশালে ইলিশ মাছ বিক্রেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ইলিশ মাছ বিক্রেতার কারাদণ্ড

প্রতীকী ছবি

বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উজিরপুর ইউএনও মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।

দণ্ডিত মাছ বিক্রেতা মো. মানিক বেপারী (৪০) বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বেপারীর ছেলে।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় গত রাত ১২টার পর থেকে শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২২ দিন।

ইউএনও সাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসে মানিক বেপারী। স্থানীয়রা বিষয়টি মৎস্য দপ্তর ও পুলিশকে অবহিত করে। পুলিশ এসে ২০ কেজি ইলিশ মাছসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইলিশ মাছ এতিম খানায় দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর