বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা রয়েছে। নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় বুধবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম রবিউল ইসলাম রবি (২৫)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর আদর্শ গ্রামের বাসিন্দা সেলিম ঢালীর ছেলে।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, মেহেন্দিগঞ্জের কালাবদর নদীর শ্রীপুর নাসির মিয়ার ইটভাটা এলাকায় সোমবার রাত ১০টার দিকে দুই ট্রলারের সংঘর্ষ হয়। এতে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি করে। কিন্তু তারা খোঁজ না পেয়ে তল্লাশি অভিযান স্থগিত করেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে কালাবদর নদীর লড়াইপুর এলাকায় লাশ ভেসে ওঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই