রাজধানীর বংশাল এলাকার নবাবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোহাগ শেরপুর জেলার নকলা থানার রউফা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
বর্তমানে তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। চাকরি করতেন একটি ইন্টারনেট কোম্পানিতে। রবিবার (৩ নভেম্বর) রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. সাইফ জানান, সন্ধ্যার দিকে সোহাগ নবাবপুর রোডে আরাফাত হোটেলের সামনের রাস্তায় ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ