বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানা করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিডি প্রতিনিধি/জুনাইদ