বরিশাল নগরী থেকে ২৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি চুক্তিতে মানুষ হত্যাসহ নানা অপকর্মে জড়িত বলে ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন জানিয়েছেন।
গ্রেফতার আকাশ হাওলাদার (৩৫) সদর উপজেলার গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে।
মহানগর ডিবি পুলিশ পরিদর্শক ছগির জানান, আকাশ বিভিন্ন সময় টাকার বিনিময়ে চুক্তিতে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে জখম করাসহ হত্যাও করেছে। নগরীর ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি হিসেবেও আকাশের পরিচিতি রয়েছে।
বরিশাল নগরীতে অর্ধশত চুরির ঘটনায় জড়িত সে। তাই গত এক মাস ধরে চেষ্টা করে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আকাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগে ২৬টি মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই