জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ইফতার আয়োজনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন দেশ পেয়েছি, তাদের আমরা সব সময় স্মরণ করি। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ইফতারের আয়োজন করেছি। শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ইফতারের আয়োজন আমাদের দায়িত্ব। এটি আমাদের আবেগের জায়গা।
ইফতার ও দোয়া মাহফিল আয়োজন নিয়ে ঢাকা উত্তরের সভাপতি আবু সুফিয়ান বলেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা আমাদের এক পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাকিবসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের একজন সদস্য বলেন, এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। নতুন দল আমাদের ভুলে যায়নি, মনে রেখেছে। অনেকের সঙ্গে দেখাও হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল