চলমান “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ বিকালে ডিসি (ওয়ারী) ফরিদ উদ্দিনের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে র্যালিটি থানা কম্পাউন্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
আলোচনা অনুষ্ঠান শেষে থানা প্রাঙ্গণে পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল