বুধবার, ৩ অক্টোবর, ২০১২ ০০:০০ টা

নতুন কওমি শিক্ষা কমিশন গঠনের দাবি

সরকারি স্বীকৃতির নামে নবগঠিত কওমি শিক্ষা কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ ও এর স্বকীয়তা ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)। কমিশনের শীর্ষ দুজন কর্মকর্তা বেফাকের সঙ্গে ধোঁকাবাজি করছেন উল্লেখ করে অবিলম্বে কওমি শিক্ষা কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বেফাক নেতারা। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বেফাক সভাপতি আল্লামা আহমদ শফি এ দাবি ও আহ্বান জানান। লিখিত বক্তব্যে বলা হয়, সরকার কর্তৃক কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল হাটহাজারী মাদ্রাসায় বেফাক সভাপতি আল্লামা আহমদ শফির সভাপতিত্বে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কওমি মাদ্রাসা স্বকীয়তা বজায় রাখা, সরকারি কোনো অনুদান না নেওয়াসহ বেশকিছু শর্তে কমিশন গঠনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বেফাকের দেওয়া শর্তগুলো উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, সরকার আমাদের শর্ত মানার আশ্বাসেই শিক্ষা কমিশন গঠন করেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর