ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর এলাকার রাধানগরে মাছ ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার ভোর চারটার দিকে দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর জানায়, দাসপাড়ার মোহন দাসের ছেলে তাপস দাস (৩৫) ও তার ছোট ভাই টিটু দাস (৩২) প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়ে বড় বাজারে মাছরে আড়তে যাচ্ছিলেন। বাড়ির কাছে কয়েকজন সন্ত্রাসী তাদের পথ আটকায়। এক পর্যায়ে মোটরসাইকেলে আরো দুই যুবক আসে। তাদের কাছ থেকে সব টাকা নিয়ে যাবার পরও সন্ত্রাসীরা কুপিয়ে ও ছুরিকাঘাতে তাদেরকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এলাকার লোকজন জানান, মাস ছয়েক আগে মোহন দাসের মেয়ে পিপাসাকে চট্টগ্রামের যুবক জহিরুল ইসলাম জিসান অপহরণ করে নিয়ে যায় বলে তার ভাই থানায় মামলা করে। এ ঘটনায় পিপাসা ও জিসান বেশ কয়েকদিন জেলে আটক থাকে। এরই জের ধরে জিসান এ কান্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজনের অভিযোগ, হত্যার উদ্দ্যেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন তরফদার বলেন, মোহন দাসের মেয়ে পিপাসাকে অপহরণ অভিযোগে ঘটনায় মামলা হলে পুলিশ উদ্ধারও করে। কিন্তু মেয়েটি আদালতে জবানবন্দি দিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে চলে যায়। তবে এ ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসাজশ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন