বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

শাহজালালে ট্রলি ব্যাগের হাতল থেকে স্বর্ণ উদ্ধার

শাহজালালে ট্রলি ব্যাগের হাতল থেকে স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এবার ট্রলি ব্যাগের হাতলের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর ট্রলি ব্যাগের হাতল থেকে ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। পরিমানে কম হলেও স্বর্ণ চোরাকারবারীরা যে নতুন নতুন কৌশল অবলম্বন অব্যাহত রেখেছে এটি তার একটি নমুনা।

বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বাংলাদেশি ফ্লাইট বিজি ০৮৭ ফ্লাইটটি সকাল ৬ টায় অবতরণ করে। এরপর যাত্রী শাহ আলম তার লাগেজ বেল্টে দিয়ে লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে বেল্ট থেকে তার লাগেজ নিয়ে তল্লাশি শুরু হয়।

এক পর্যায়ে তার ট্রলি ব্যাগের হাতলের ভেতর থেকে ৯টি কাঠ পিস ও একটি ব্যাসলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭২০ গ্রাম।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর