বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, 'খালেদা রাজাকার, খুনি, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের দেখেন না। তার ছানি অপারেশন করা দরকার। তাহলে খারাপ মানুষকে খারাপ ও ভালো মানুষকে ভালো মনে করবেন।'
আজ রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, 'আপনি টাকা বিদেশে পাচার করবেন এবং দুর্নীতি করবেন, তাহলে আপনাকে আদালতে যেতেই হবে।' তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ টেন্ডারবাজি ও চাঁদাবাজি করলে তারাও জেলে যাবে। শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না।
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, 'সাংবাদিকরা সামরিক শাসকের মতো আচরণ করছে। তথ্য অধিকার আইনের অপব্যবহার করে তারা বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। সাংবাদিকরা জবাবদিহির ঊর্ধ্বে নন।'
বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখার পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ চক্ষু সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, উত্তরা থানা আওয়ামী লীগের সভাপতি এস এম তোফাজ্জল হোসেন প্রমুখ।