শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রংপুরে শীতার্ত মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শীতে জবুথবু ৭০ বছরের অফিজন বেওয়া। এতদিন তার ভাগ্যে একটি শীতবস্ত্রও জোটেনি। বসুন্ধরা গ্রুপের দেওয়া একটি কম্বল পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই বৃদ্ধা। জানালেন, ‘সবারে কাছে একটা কম্বল চাইচো, কায়ো দেয় নাই। গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কে এন বি উচ্চ বিদ্যালয় চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই আবেগের কথা জানান বৃদ্ধা অফিজনের মতো আরও এক হাজার ২০০ দরিদ্র মানুষ। আসলেই শীতে জবুথবু রংপুর অঞ্চলের মানুষ। শীতে কাতর সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘বসুন্ধরা গ্রুপ’।   বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল গঙ্গাচড়া উপজেলার নোহালী কে এন বি উচ্চ বিদ্যালয়, পাকুরিয়া শরীফ আফজালীয়া শিশু সদন, সয়রাবাজার, বুড়িরহাট ও মর্ণেয়া এলাকায় চার হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর