রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘জিরো ট্রলারেন্স’-এ থাকবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। ছিনতাইকারী, পকেটমারের তালিকা তৈরি করে অভিযান চালানোর পাশাপাশি নগরীর ছিনতাই প্রবণ এলাকায় টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া রমজান জুড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ‘ব্লক রেইড’র সঙ্গে বিভিন্ন শপিং মল ও ফুটপাথের দোকানগুলোতে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকছে সাদা পোশাকের পুলিশ। সিএমপির সার্বিক প্রস্তুতি নিয়ে অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আনোয়ার হোসেন বলেন, ‘রমজান মাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করবে।’ কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘রমজানে ছিনতাইকারী ও পকেটমারদের অপতত্পরতা ঠেকাতে তালিকা ধরে অভিযান শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। কেনাকাটা করতে আসা ক্রেতাদের ছিনতাই এবং পকেটমারদের দৌরাত্ম্য ঠেকাতে পেশাদার ও অপেশাদার অপরাধীদের পৃথক তালিকা তৈরি করা হয়েছে। রমজানকে সামনে রেখে তৈরি করা এ তালিকায় ২০০ পেশাদার ও অপেশাদার ছিনতাইকারী এবং অর্ধশত পকেটমার রয়েছে। পকেটমারদের তালিকায় ২০ জন নারী পকেটমার সদস্যও রয়েছে। এ ছাড়া এ তালিকায় নগরীর প্রায় ৬০টি স্পটকে ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ স্পটগুলোর মধ্যে ২০টিকে অধিক ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
রমজানে প্রশাসনের ‘জিরো ট্রলারেন্স’
তালিকায় ২০০ ছিনতাইকারী অর্ধশত পকেটমার
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর