রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘জিরো ট্রলারেন্স’-এ থাকবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। ছিনতাইকারী, পকেটমারের তালিকা তৈরি করে অভিযান চালানোর পাশাপাশি নগরীর ছিনতাই প্রবণ এলাকায় টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া রমজান জুড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ‘ব্লক রেইড’র সঙ্গে বিভিন্ন শপিং মল ও ফুটপাথের দোকানগুলোতে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকছে সাদা পোশাকের পুলিশ। সিএমপির সার্বিক প্রস্তুতি নিয়ে অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আনোয়ার হোসেন বলেন, ‘রমজান মাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করবে।’ কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘রমজানে ছিনতাইকারী ও পকেটমারদের অপতত্পরতা ঠেকাতে তালিকা ধরে অভিযান শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। কেনাকাটা করতে আসা ক্রেতাদের ছিনতাই এবং পকেটমারদের দৌরাত্ম্য ঠেকাতে পেশাদার ও অপেশাদার অপরাধীদের পৃথক তালিকা তৈরি করা হয়েছে। রমজানকে সামনে রেখে তৈরি করা এ তালিকায় ২০০ পেশাদার ও অপেশাদার ছিনতাইকারী এবং অর্ধশত পকেটমার রয়েছে। পকেটমারদের তালিকায় ২০ জন নারী পকেটমার সদস্যও রয়েছে। এ ছাড়া এ তালিকায় নগরীর প্রায় ৬০টি স্পটকে ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ স্পটগুলোর মধ্যে ২০টিকে অধিক ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।
শিরোনাম
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ