রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘জিরো ট্রলারেন্স’-এ থাকবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। ছিনতাইকারী, পকেটমারের তালিকা তৈরি করে অভিযান চালানোর পাশাপাশি নগরীর ছিনতাই প্রবণ এলাকায় টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া রমজান জুড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ‘ব্লক রেইড’র সঙ্গে বিভিন্ন শপিং মল ও ফুটপাথের দোকানগুলোতে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকছে সাদা পোশাকের পুলিশ। সিএমপির সার্বিক প্রস্তুতি নিয়ে অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আনোয়ার হোসেন বলেন, ‘রমজান মাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করবে।’ কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘রমজানে ছিনতাইকারী ও পকেটমারদের অপতত্পরতা ঠেকাতে তালিকা ধরে অভিযান শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। কেনাকাটা করতে আসা ক্রেতাদের ছিনতাই এবং পকেটমারদের দৌরাত্ম্য ঠেকাতে পেশাদার ও অপেশাদার অপরাধীদের পৃথক তালিকা তৈরি করা হয়েছে। রমজানকে সামনে রেখে তৈরি করা এ তালিকায় ২০০ পেশাদার ও অপেশাদার ছিনতাইকারী এবং অর্ধশত পকেটমার রয়েছে। পকেটমারদের তালিকায় ২০ জন নারী পকেটমার সদস্যও রয়েছে। এ ছাড়া এ তালিকায় নগরীর প্রায় ৬০টি স্পটকে ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ স্পটগুলোর মধ্যে ২০টিকে অধিক ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার