বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

সিম নিবন্ধনে জালিয়াতির অভিযোগে আটক ২২

জালিয়াতিতে নিবন্ধিত কয়েকশ সিম জব্দ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল সিমের নিবন্ধন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেলের তিন কর্মকর্তাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। পরে এদের মধ্য থেকে এয়ারটেলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার শফিকুল ইসলাম, টিএসও মোমিন মিয়া ও মো. ওয়াহিদকে আসামি করে একটি মামলা করা হয়। এ উপলক্ষে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, একটি ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে মঙ্গলবার ঢাকার আদাবর, শ্যামলী ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনসহ মোট ২২ জনকে আটক করা হয়। পরে টেলিযোগাযোগ আইনে একটি মামলা করে তাতে তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ১৯ জনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপ্লব কুমার সরকার বলেন, কারও অগোচরে আঙ্গুলের ছাপ ব্যবহার করে গ্রেফতারকৃতরা ভিন্ন সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে ফেলত। সিমের আসল মালিক জানতই না, তার নামে ভিন্ন আরেকটি সিম রেজিস্ট্রেশন হয়ে গেছে। গ্রেফতারকৃতদের কাছে জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত কয়েকশ সিম পাওয়া গেছে। অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম উচ্চ দামে কিনে একটি চক্র অপরাধ করার পরিকল্পনা করছে মন্তব্য করে তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বাংলাদেশে এই প্রথম। এ পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের ফলে অনেক অপরাধ কমে আসবে। বিটিআরসি ও পুলিশ প্রশাসন এই অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর