শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বে প্রশংসিত হয়েছে। একের পর এক সমস্যা এসেছে, আমরা তা মোকাবিলা করতে সক্ষম হয়েছি বলে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুলশান হামলাসহ সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যেভাবে সন্ত্রাসের মোকাবিলা করেছি অনেক রাষ্ট্র, সরকার প্রধানরা তার প্রশংসা করেছেন। মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটানো হয়, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।  এর আগে প্রধানমন্ত্রী পিজিআর সদর দফতরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হারুন তাকে স্বাগত জানান। একদল চৌকস গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর