বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক বছরে অগ্রণী ব্যাংকের ক্ষতি ৬৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

এক বছরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের অনিয়মের কারণে ব্যাংকের আর্থিক ক্ষতি হয়েছে ৬৮০ কোটি টাকা। এর মধ্যে একটি ভোজ্য তেল আমদানিকারক কোম্পানিকে বার বার অবৈধ সুবিধা দিতে গিয়েই ব্যাংকের গচ্চা গেছে ২২৫ কোটি টাকা। সরকারি ব্যাংকিং খাতের এ অনিয়ম বন্ধে দায়ী কর্মকর্তাদের  চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত কোম্পানি যাতে অন্য ব্যাংক থেকে ভিন্ন নামে নতুন কোনো এলসি খুলতে না পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর।

সর্বশেষ খবর