শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘শর্ত মেনে কওমির স্বীকৃতি দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দারুল উলুম দেওবন্দের মৌলিক আট নীতির আলোকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দাবি করেছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন। গতকাল রাজধানীর উত্তরায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় কওমি সনদের স্বীকৃতির দাবিতে আগামী ২৭ অক্টোবর গোপালগঞ্জের পৌর পার্কে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়। মুফতি রুহুল আমীন বলেন, সনদের স্বীকৃতি না থাকার ফলে লুকিয়ে লুকিয়ে কওমির ছেলেরা স্কুল-কলেজ ও আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সনদ নেয়। আমাদের মেধাগুলো তাদের জনসম্পদ হিসেবে গণ্য হয়। তাই আমাদের মেধাগুলোকে আমাদের মাঝে কাজে লাগানোর নিমিত্তে সনদের স্বীকৃতি দরকার।

সর্বশেষ খবর