Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৮ নভেম্বর, ২০১৬ ২৩:০০

সিলেটকে বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটকে বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষণা

সিলেট জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিলেটে বাল্যবিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। কোথাও বাল্যবিয়ের খবর পেলে শুধু প্রতিরোধ নয়, বর-কনের অভিভাবক, সংশ্লিষ্ট কাজী ও বিয়ে পড়ানোর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বাল্যবিয়ে রোধ করা গেলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমে আসবে বলে অভিমত বিশেষজ্ঞদের।

সিলেটকে বাল্যবিয়েমুক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল জেলা প্রশাসন। জনপ্রতিনিধি, বিয়ে নিবন্ধক, বিয়ে পড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা জনসচেতনতা সৃষ্টির কাজ করছিল।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর