ঢাকার আশুলিয়া থানায় করা পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বাংলাদেশ প্রতিদিনের আশুলিয়া প্রতিনিধি নাজমুল হুদাকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান জামিনের এ আদেশ দেন। এর আগে নাজমুলের আইনজীবী তুহিন হাওলাদার আদালতে জামিন চেয়ে আবেদন করেন। জামিন শুনানিতে বলা হয়, মামলার বাদী এজাহারে সাংবাদিক নাজমুলকে আসামি করেননি। এমনকি সন্দেহের তালিকায়ও রাখেননি। এ ছাড়া এজাহারভুক্ত আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমুলের নাম বলেননি। সাক্ষীরা কোথাও তার কথা উল্লেখ করেনি। এর পরও আশুলিয়া থানা পুলিশ হয়রানির উদ্দেশ্যে এ মামলায় সাংবাদিক নাজমুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ডের যৌক্তিক কারণ না থাকায় পুলিশের ওই আবেদন নাকচ করে দিয়েছে। এখন সাংবাদিক নাজমুল বিনা বিচারে প্রায় দেড় মাস ধরে কারাগারে আছেন। তাই তাকে যে কোনো শর্তে জামিন দিলে তিনি পলাতক হবেন না এবং জামিনের শর্ত মোতাবেক আদালতে হাজিরা প্রদান করবেন। জামিনশর্ত ভঙ্গ করবেন না এবং উপযুক্ত স্থানীয় জামিনদার দেওয়া হবে। শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকার মুচলেকায় জামিন প্রদান করেন। তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সাংবাদিক নাজমুল হুদা। তার বিরুদ্ধে দায়ের করা গত বছরের প্যান্ট চুরিসহ আরও চার মামলা জামিন শুনানির অপেক্ষায় আছে। গত বছর ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করে। এরপর হয়রানি করতে একের পর এক তার বিরুদ্ধে আরও মামলা দেওয়া হয়। অথচ সেসব মামলার এজাহারে তার নাম না থাকলেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
একটি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন মঞ্জুর
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর