ঢাকার আশুলিয়া থানায় করা পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বাংলাদেশ প্রতিদিনের আশুলিয়া প্রতিনিধি নাজমুল হুদাকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান জামিনের এ আদেশ দেন। এর আগে নাজমুলের আইনজীবী তুহিন হাওলাদার আদালতে জামিন চেয়ে আবেদন করেন। জামিন শুনানিতে বলা হয়, মামলার বাদী এজাহারে সাংবাদিক নাজমুলকে আসামি করেননি। এমনকি সন্দেহের তালিকায়ও রাখেননি। এ ছাড়া এজাহারভুক্ত আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমুলের নাম বলেননি। সাক্ষীরা কোথাও তার কথা উল্লেখ করেনি। এর পরও আশুলিয়া থানা পুলিশ হয়রানির উদ্দেশ্যে এ মামলায় সাংবাদিক নাজমুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ডের যৌক্তিক কারণ না থাকায় পুলিশের ওই আবেদন নাকচ করে দিয়েছে। এখন সাংবাদিক নাজমুল বিনা বিচারে প্রায় দেড় মাস ধরে কারাগারে আছেন। তাই তাকে যে কোনো শর্তে জামিন দিলে তিনি পলাতক হবেন না এবং জামিনের শর্ত মোতাবেক আদালতে হাজিরা প্রদান করবেন। জামিনশর্ত ভঙ্গ করবেন না এবং উপযুক্ত স্থানীয় জামিনদার দেওয়া হবে। শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকার মুচলেকায় জামিন প্রদান করেন। তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সাংবাদিক নাজমুল হুদা। তার বিরুদ্ধে দায়ের করা গত বছরের প্যান্ট চুরিসহ আরও চার মামলা জামিন শুনানির অপেক্ষায় আছে। গত বছর ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করে। এরপর হয়রানি করতে একের পর এক তার বিরুদ্ধে আরও মামলা দেওয়া হয়। অথচ সেসব মামলার এজাহারে তার নাম না থাকলেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
একটি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন মঞ্জুর
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর