শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্য বিয়ে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে। পরে ওই মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত অভিভাবকরা বিয়ে না দেয়ার অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ওই কিশোরী হলো নগরীর সাগরদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, শিক্ষা সনদ অনুযায়ী ওই ছাত্রীর জন্ম তারিখ ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৩ বছর বয়সী ছাত্রীর বিয়ে দেওয়ার দিনক্ষণ গতকাল চূড়ান্ত করে তার পরিবার। বিষয়টি জানতে পেরে মানবাধিকার কমিশনের বরিশাল বিভাগীয় কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

সর্বশেষ খবর