বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টিন আত্মসাৎ

ত্রাণ কর্মকর্তার ৪২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ত্রাণের টিন আত্মসাতের দায়ে ত্রাণ কর্মকর্তাসহ দুজনকে ৬টি মামলায় ৭ বছর করে মোট ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতরা হলেন— চট্টগ্রামের সাবেক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা ও হালিশহর ত্রাণ গুদামের সহকারী জয়নাল আবেদিন। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। ১৯৮৮ সালের বন্যার পর বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। দুজনই এখন পলাতক।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ৬টি পৃথক মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে ৭ বছর করে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর