বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেড় মাসে ৪২ শিশু হত্যা

বিএমবিএসের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম দেড় মাসেই ৪২ শিশু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অপহরণের পর দুই শিশুকে হত্যা করে প্রতিবেশী, তাছাড়া পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের সন্তানকে হত্যা করে বাবা। এরকম শিশু হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলছে। গত দেড় মাসে ৪২ শিশু হত্যার শিকার হয়। নিজ বাবা-মার হাতে হত্যার শিকার হয় পাঁচ শিশু। বিএমবিএসের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, শিশু হত্যার ঘটনা প্রমাণ করে যে আমরা কতটা অমানবিক সমাজ ব্যবস্থায় বসবাস করছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর