সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বন্দীরা মোবাইলে কথা বলার সুযোগ পাবেন শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শিগগিরই সাধারণ কারাবন্দীরা শর্ত সাপেক্ষে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি স্পর্শকাতর বন্দীদের জন্য ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হবে।

তিনি গতকাল দুপুরে কারা সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সরকার কারা বিভাগের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। মোবাইল/টেলিফোনে পরিবারের সঙ্গে বন্দীদের কথা বলা এবং স্পর্শকাতর বন্দীদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালুর জন্য কারা প্রশাসন ডাটাবেজ তৈরি করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর