সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের দলিল প্রশিক্ষণের কাজে লাগবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের দলিল প্রশিক্ষণের কাজে লাগবে : সেনাপ্রধান

মুক্তিযুদ্ধ জাদুঘরে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল প্রত্যক্ষ করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক —আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের দলিল-দস্তাবেজ সেনাবাহিনীসহ যে কোনো বাহিনীর প্রশিক্ষণে কাজে লাগবে।

মহান মুক্তিযুদ্ধে ‘বিলোনিয়া যুদ্ধের মডেল’ মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গতকাল সকালে শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে এ মডেল গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় সেনাপ্রধান বলেন, বিলোনিয়া যুদ্ধের মডেল তৈরি এবং হস্তান্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিশাল কর্মযজ্ঞে ক্ষুদ্র পরিসরে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী গর্ববোধ করছে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যে কোনো ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর