Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৭ জুলাই, ২০১৭ ২৩:১১

সিলেটে খ্রিস্টান ট্রাস্টের প্রাচীর ভাঙতে উচ্চ আদালতের স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে খ্রিস্টান ট্রাস্টের প্রাচীর ভাঙতে উচ্চ আদালতের স্থিতাবস্থা

সিলেটে খ্রিস্টান মিশন সিলেট প্রেসবিটারিয়ান সিনড ট্রাস্টের প্রাচীর ভাঙার ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই ট্রাস্টের সীমানাপ্রাচীর ভাঙা কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, সিলেট সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে   শুনানি করেন আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী।

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর