মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
তিতাসের মোবাইল কোর্ট

সাড়ে ৭ হাজার অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে ১৮ দশমিক ১৯ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইনসহ ৭ হাজার ২৪৫টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ ছাড়া গ্যাস বিল বকেয়ার কারণে ২ হাজার ২৩২টি বৈধ চুলা, ৩০টি শিল্প, ৬টি বাণিজ্যিক, ৪টি সিএনজি ও ৩টি ক্যাপটিভের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও গ্যাস চুরি রোধে উদ্যোগ নিয়েছে তিতাস। এজন্য সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত জুলাইয়ে ১৩টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের ১৮ দশমিক ১৯ কিলোমিটার বিতরণ পাইপলাইনসহ ৭ হাজার ২৪৫টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন বা অপসারণ করা হয়।

সর্বশেষ খবর