বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অক্টোবর বিপ্লবের শতবর্ষ

গণমানুষ পুঁজিবাদের বিরুদ্ধে সংগঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন ছাত্র পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজব্যবস্থার বিভৎস স্বরূপ আজ উন্মোচিত। এ অবস্থায় সারা বিশ্বের গণমানুষ পুঁজিবাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। প্রস্তুত হচ্ছে বিপ্লবী লড়াইয়ের জন্য। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান

হাবীব রুমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মণিকা, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর