বিসিএস পরীক্ষা ছাড়া শিক্ষা ক্যাডারে কাউকে অন্তর্ভুক্ত না করার দাবিতে আগামী ২৪ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল বিভাগীয় সমাবশে থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজধানীর ধানমণ্ডির নায়েমে আয়োজিত এই সমাবেশ থেকে ২৪ নভেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।