শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মনু হত্যায় সন্ত্রাসী শাহাদাতসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ নেতা মনিরউদ্দিন মনু হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। গতকাল এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। এক যুগ আগে খুন হন মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু। এ মামলায় ২০১৫ সালের ৩০ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন— মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, মো. মিন্টু, মো. মাসুদুর রহমান তোতা ওরফে তোতলা মাসুদ, লিটন হোসেন লোটাস ওরফে নূরুজ্জামান, মো. নোবান ইবনে বাশার ওরফে বাবু, মাসুদুর রহমান সোহেল এবং মো. হাসান সারওয়ার জিকু। এদের মধ্যে শাহাদাত, মিন্টু, তোতা মাসুদ, লিটন ওরফে নূরুজ্জামান ও বাবুর মৃত্যুদণ্ড হাই কোর্ট বহাল রেখেছে।  সোহেল ও জিকুকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট। এ ছাড়া জাহানারা নামে আরেক আসামিকে যাবজ্জীবন দিয়েছিল বিচারিক আদালত। তার সেই দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পলাতক। আসামিদের মধ্যে সোহেল, জিকু, লিটন ও বাবু কারাগারে। বাকিরা পলাতক।

সর্বশেষ খবর