শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী গঙ্গাচড়ায় ৮৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় তিস্তা সেতুরও উদ্বোধন করার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয় বলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমীন নিশ্চিত করেছেন। আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম জানান, মেট্রোপলিটন পুলিশ কার্যক্রমের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫০৭ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। থানা হবে ছয়টি। এগুলো হলো— কোতোয়ালি, হাজিরজাট, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ ও হারাগাছা। পর্যায়ক্রমে কয়েকটি ফাঁড়ির কার্যক্রম চালু করা হবে। অবকাঠামো ভাড়া নিয়ে মেট্রোপলিটন পুলিশ লাইন্স চালু করা হয়েছে। নগরীর ধাপ পুলিশ ফাঁড়িতে পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর