নরসিংদীর বেলাবোতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভা করেছেন এই সংসদীয় আসনের চার মনোনয়ন প্রত্যাশী। গতকাল দিনভর মনোহরদী-বেলাবো উপজেলার ১৫টি স্থানে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় এলাকার লোকজন আওয়ামী লীগকে রক্ষায় বর্তমান এমপি নুরুল মজিদ মাহামুদ হুমায়নের পরিবর্তে নতুন মুখ চান। এরসঙ্গে একাত্মতা প্রকাশ করেন এই আসনের নতুন চার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আব্দুর রউফ সরদার, আওয়ামী লীগ নেতা (সি আই পি) এ এইচ আসলাম সানী, যুবলীগের কেন্দ্রীয় উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাজী মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। পথসভায় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ সরকার ১০ বছর ক্ষমতায় থাকলেও বর্তমান এমপি নুরুল মজিদ মাহামুদ হুমায়ন এলাকার উন্নয়নে কোনো নজর দেননি। উপজেলা সদরসহ গ্রাম-গঞ্জের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। এনিয়ে তার ভ্রূক্ষেপ নেই। তিনি তার পকেটের উন্নয়ন করেছেন। ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যনায়নের মাধ্যমে দলে দীর্ঘদিন যাবত বিভাজন সৃষ্টি করে রেখেছেন।’ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া লিটন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলম নীলু, বিন্নাবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জহির ইসলাম, পাটুলি ইউনিয়নের চেয়ারম্যান জামান, পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান জাহাঙ্গীর, বাজনাব ইউপি চেয়ারম্যান খন্দকার মুখলেছুর রহমান, বাজনাবো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন, আমলাব ইউপি চেয়ারম্যান বশির আহাম্মেদ পরশ, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোসলেউদ্দিন সেন্টু প্রমুখ।
শিরোনাম
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক