বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দ্রুত প্রজ্ঞাপন জারিসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা আন্দোলনকারীরা। গতকাল বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান প্রধান চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে তাদের দাবিসমূহ- পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তির সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি, মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার, হামলাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন, ‘তিন দফা দাবিতে আমরা আজকের এই অন্দোলনে এসেছি।’

 আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করছি, আমরা আর কোনো প্রস্তাবনা চাই না, আমরা চাই প্রজ্ঞাপন।’

সর্বশেষ খবর