বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিন বছর চেষ্টা করেও সড়কের কাজ শুরু করা যায়নি : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

সরকারদলীয় সদস্য শামীম ওসমান সম্পূরক প্রশ্নে দাঁড়িয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, আমি তার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছি, তার পায়ের কাছে বসে রাজনীতি শিখেছি। তিনি এখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের কাজ শুরু করার জন্য তাই তার পায়ের কাছে বসে অনুরোধ করেছি। কিন্তু তিন বছর চেষ্টা করে এই ৮ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারিনি। এখন আমার করণীয় কী? জবাবে ওবায়দুল কাদের বলেন, কাজটি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। জায়গাটি রেলের। তার পরও আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কাজটি দ্রুত শুরুর জন্য আমি আবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আলাপ করব।

সর্বশেষ খবর