শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএমডিসিতে অভিযান চালিয়েছে দুদক

এমবিবিএস সনদে অনিয়ম উদঘাটন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগের বিষয়ে বিএমডিসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি টিম গতকাল বিএমডিসিতে অভিযান চালায়। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, বিএমডিসি এভাবে যথাযথ যাচাই না করেই রেজিস্ট্রেশন দিতে পারে না। শিগগিরই এ বিষয়ে অনুসন্ধান চালানো হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক সূত্র জানায়, দুদকের অভিযোগ কেন্দ্রে ১২ জন ডাক্তারের বিরুদ্ধে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া সনদের ভিত্তিতে বিএমডিসি রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগ এলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাত্ক্ষণিক তদন্ত ও অভিযানের নির্দেশ দেন। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃত পক্ষে তারা ডিগ্রি অর্জন করেননি। অভিযানের অংশ হিসেবে দুদক টিম বিএমডিসি কার্যালয়ে সাতজন চিকিৎসকের কাগজপত্র যাচাই করে প্রত্যেকেরই নথিপত্রে মারাত্মক অসঙ্গতির প্রমাণ পায়। এদের মধ্যে তিনজন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে বলে জানা যায়। এ বিষয়ে বিএমডিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা এ অনিয়মের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়।

সর্বশেষ খবর