আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ২১ আগস্ট বর্বরোচিত ঘটনায় প্রমাণিত হয়েছে, এ ঘটনা ছিল বিএনপির দলীয় সিদ্ধান্ত। তারেক রহমান ছিলেন ঘটনার মাস্টারমাইন্ড। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার তাদের নেই। তাদের নিষিদ্ধ করতে হবে। বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে। এটি একটি সন্ত্রাসী সংগঠন। দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করাসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেন তিনি। গতকাল রাজধানীর গুলিস্তানে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. হারুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, কাজী আনিছুর রহমান, মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ প্রমুখ। ওমর ফারুক চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে বলব— ধানের শীষ প্রতীক বাতিল করুন, নিষিদ্ধ করুন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন— বিএনপির সঙ্গে বৈঠক করবেন না। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমরা যুবলীগের লাখ লাখ নেতা-কর্মী প্রত্যাশা করেছিলাম গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আপিল করে মাস্টারমাইন্ড তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাতে হবে। যাতে কেউ আর এমন ঘৃণিত কাজ করতে সাহস না দেখায়। তারপরও সরকারকে ধন্যবাদ জানাই, দীর্ঘ সময় পর হলেও ঘৃণিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকার আইনের শাসনে বিশ্বাসী।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বিএনপিকে নিষিদ্ধের দাবি যুবলীগের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর