আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ২১ আগস্ট বর্বরোচিত ঘটনায় প্রমাণিত হয়েছে, এ ঘটনা ছিল বিএনপির দলীয় সিদ্ধান্ত। তারেক রহমান ছিলেন ঘটনার মাস্টারমাইন্ড। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার তাদের নেই। তাদের নিষিদ্ধ করতে হবে। বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে। এটি একটি সন্ত্রাসী সংগঠন। দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করাসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেন তিনি। গতকাল রাজধানীর গুলিস্তানে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. হারুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, কাজী আনিছুর রহমান, মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ প্রমুখ। ওমর ফারুক চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে বলব— ধানের শীষ প্রতীক বাতিল করুন, নিষিদ্ধ করুন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন— বিএনপির সঙ্গে বৈঠক করবেন না। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমরা যুবলীগের লাখ লাখ নেতা-কর্মী প্রত্যাশা করেছিলাম গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আপিল করে মাস্টারমাইন্ড তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাতে হবে। যাতে কেউ আর এমন ঘৃণিত কাজ করতে সাহস না দেখায়। তারপরও সরকারকে ধন্যবাদ জানাই, দীর্ঘ সময় পর হলেও ঘৃণিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকার আইনের শাসনে বিশ্বাসী।
শিরোনাম
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
বিএনপিকে নিষিদ্ধের দাবি যুবলীগের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর