আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিতর্কিত সংস্থা ‘অধিকার’ রাষ্ট্র ও সরকারবিরোধী নানা তৎপরতায় জড়িয়ে পড়েছে উল্লেখ করে সংস্থাটির সব ধরনের কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। অধিকার তাদের বিশেষ এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলকে ভুল তথ্য প্রদান করছে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে এনজিও ব্যুরোর নিবন্ধনের মেয়াদ না থাকায় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক তালিকা থেকেও অধিকারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর পরিপত্র লঙ্ঘন, ১০ অ্যাকাউন্টে সন্দেহজনক অর্থনৈতিক লেনদেন, প্রকল্প শেষ হওয়ায় ফান্ড বন্ধ থাকলেও দাতা সংস্থার নগদ অর্থ গ্রহণসহ বিতর্কিত তৎপরতার কারণে অবিলম্বে অধিকারের সব কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থা। এনজিওবিষয়ক ব্যুরো থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনে নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষকদের ১১৯ সংস্থার একটি তালিকা ব্যুরোতে পাওয়া গেছে। ব্যুরোর নিবন্ধিত ৭৫ এনজিওর মধ্যে “অধিকার” সংস্থাটির নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের ২৫ মার্চ শেষ হয়েছে। সে সময়ের সংস্থার চলমান ১০ প্রকল্পের অডিট রিপোর্টের মধ্যে আটটির অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের লেখা পত্রের নিষ্পত্তি না হওয়া এবং সংস্থার প্রকল্পসমূহের আর্থিক লেনদেনে অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিবন্ধন নবায়ন করা হয়নি। এ ছাড়া এ সংস্থার বিষয়ে দুর্নীতি দমন কমিশনেরও পর্যবেক্ষণ রয়েছে মর্মে নথিতে প্রতীয়মান হচ্ছে।’ জানা গেছে, প্রতিষ্ঠানটির বর্তমান অফিস গুলশানে। প্রতিষ্ঠানটি ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘অধিকার মূলত মানবাধিকারের প্রত্যয় নিয়ে ২৪ বছর আগে প্রতিষ্ঠিত হলেও বার বার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটি যাদের হাতে গোড়াপত্তন, তাদের বাদ দিয়ে বর্তমান সাধারণ সমপাদক আদিলুর রহমান খান পার্থ কর্তৃক দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।’ অধিকারের বর্তমান কার্যনির্বাহী কমিটি চলছে মূলত আদিলুর রহমান খান পার্থের নামেই। বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার), কোষাধ্যক্ষ সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া, সদস্য নারী উন্নয়ন কর্মী ফরিদা আক্তার ও জে. হাসান। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরে বলা হয়েছে, হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ এবং তাদের শাপলা চত্বর থেকে পুলিশি অভিযানের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে অধিকার বিকৃত ও অসত্য তথ্যে ভরপুর ছিল। ৬১ জন নিহত হওয়ার রিপোর্ট দিলেও তাদের যে তালিকা গোয়েন্দা সংস্থা উদ্ধার করে, এর মধ্যে অনেকেই হেফাজতের কর্মসূচিতে অংশগ্রহণই করেননি, কেউ অন্য জায়গায় অন্যভাবে মৃত্যুবরণ করেছেন। তালিকায় মৃত হিসেবে দেখানো চাঁদপুরের এক মাদ্রাসাছাত্র দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। এই উদ্ভট মিথ্যাচারের তালিকা আবার বিশ্বের কয়েকটি দেশের মানবাধিকার সংস্থার কাছে পাঠায় অধিকার। সংগঠনটি দেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সব সময় আন্তর্জাতিক মহলকে ভুল তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি প্রতিনিয়ত নষ্ট করছে বলে অভিযোগ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি থাইল্যান্ডভিত্তিক সংগঠন এএনএফআরএলের ওয়েবসাইটে দেশের সামগ্রিক বিষয় নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ কলাম লিখেছেন আদিলুর রহমান খান, যা আন্তর্জাতিক সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে মন্তব্য করা হয়েছে, বিদেশি সংস্থার কাছে অধিকারের প্রকাশিত রিপোর্টটি বিরোধী দল, বিশেষ করে বিএনপির পক্ষে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে ও বিদেশে রাজনৈতিক অপপ্রচারের মাধ্যম হিসেবে এবং বিএনপির এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে মর্মে প্রতীয়মান হয়। এ ছাড়া এনজিওবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র অমান্য করেও সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। যদিও সংস্থাটির কোনো প্রকল্প বর্তমানে চলমান নেই। অবিলম্বে অধিকারের সব কার্যক্রম বন্ধ করার জন্য সুপারিশ করে গোয়েন্দা সংস্থা বলেছে, অধিকার নামক এনজিওটি বর্তমানে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে। এ ছাড়া সংস্থাটি এনজিওবিষয়ক ব্যুরোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র অনুযায়ী পরিচালিত না হওয়ায় ওই এনজিওটির কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ রয়েছে। বর্তমানে এনজিওটির সব অর্থায়ন বন্ধ রয়েছে, কিন্তু তাদের কার্যক্রম পুরোদমে চালু রয়েছে। এ ক্ষেত্রে এনজিওটির ব্যয়ভার বহন কীভাবে হয় তা নিয়েও সন্দেহ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন দাতা সংস্থা থেকে নগদ টাকা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় এনজিওটির নিবন্ধন বাতিল করে অবিলম্বে তাদের সব কার্যক্রম বন্ধের সুপারিশ করা যেতে পারে।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
‘অধিকারের’ সব কার্যক্রম বন্ধের সুপারিশ
গোয়েন্দাদের হাতে বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩৫ মিনিট আগে | জাতীয়