একাদশ সংসদ নির্বাচনে খুলনায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলামের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে আওয়ামী লীগ। অপরদিকে সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গ করে বড় সমাবেশ, যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার ও প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহারের অভিযোগ জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জানা যায়, প্রায় ১০ দশ বছর পর একাদশ সংসদ নির্বাচনে মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। খুলনায় দুই দলে রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী। ফলে নির্বাচনের মাঠে প্রতিদিন ছড়াচ্ছে বাড়তি উষ্ণতা। গতকাল মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু যৌথ বিবৃতিতে জানান, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার দলের নেতা-কর্মীদের নিয়ে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। একই সঙ্গে কোমলমতি শিশুদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যার সৃষ্টি করে আতঙ্কিত করেছে। এই আচরণবিধি লঙ্ঘনের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। অপরদিকে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারি দল নির্বাচনী আইন অমান্য করে বড় নির্বাচনী সমাবেশ করছে। যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার-স্টিকার লাগানো হয়েছে। নগরীতে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
খুলনায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
নির্বাচনী মাঠে বাড়তি উষ্ণতা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর