একাদশ সংসদ নির্বাচনে খুলনায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলামের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে আওয়ামী লীগ। অপরদিকে সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গ করে বড় সমাবেশ, যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার ও প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহারের অভিযোগ জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জানা যায়, প্রায় ১০ দশ বছর পর একাদশ সংসদ নির্বাচনে মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। খুলনায় দুই দলে রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী। ফলে নির্বাচনের মাঠে প্রতিদিন ছড়াচ্ছে বাড়তি উষ্ণতা। গতকাল মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু যৌথ বিবৃতিতে জানান, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার দলের নেতা-কর্মীদের নিয়ে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। একই সঙ্গে কোমলমতি শিশুদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যার সৃষ্টি করে আতঙ্কিত করেছে। এই আচরণবিধি লঙ্ঘনের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। অপরদিকে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারি দল নির্বাচনী আইন অমান্য করে বড় নির্বাচনী সমাবেশ করছে। যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার-স্টিকার লাগানো হয়েছে। নগরীতে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
শিরোনাম
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
- যুবদল কর্মী আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
- বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- ঝরে পড়া শিক্ষার্থী ও বাল্যবিয়ে রোধে জলঢাকায় শুভসংঘের সচেতনতামূলক সভা
- গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
- ৩১ দফা মানে গণতন্ত্র, আগামীর বাংলাদেশ: আফরোজা আব্বাস
- সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে ‘ধর্ষণ’, দেবর কারাগারে
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, নিখোঁজ ১৬১
- মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আজও স্বাস্থ্য অধিদপ্তরের ফটক আটকে বিক্ষোভ
- কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস, জরিমানা
- যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতি চায় : সালাম
- চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল