একাদশ সংসদ নির্বাচনে খুলনায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলামের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে আওয়ামী লীগ। অপরদিকে সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গ করে বড় সমাবেশ, যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার ও প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহারের অভিযোগ জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জানা যায়, প্রায় ১০ দশ বছর পর একাদশ সংসদ নির্বাচনে মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। খুলনায় দুই দলে রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী। ফলে নির্বাচনের মাঠে প্রতিদিন ছড়াচ্ছে বাড়তি উষ্ণতা। গতকাল মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু যৌথ বিবৃতিতে জানান, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার দলের নেতা-কর্মীদের নিয়ে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। একই সঙ্গে কোমলমতি শিশুদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যার সৃষ্টি করে আতঙ্কিত করেছে। এই আচরণবিধি লঙ্ঘনের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। অপরদিকে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারি দল নির্বাচনী আইন অমান্য করে বড় নির্বাচনী সমাবেশ করছে। যানবাহনে প্রার্থীর ছবিসহ পোস্টার-স্টিকার লাগানো হয়েছে। নগরীতে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
খুলনায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
নির্বাচনী মাঠে বাড়তি উষ্ণতা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর