একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান ও বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের ভোটযুদ্ধ শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর এ নির্বাচনে দেশের বড় দুই দল আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের ভোটযুদ্ধে কে জয়ী হবেন তা নিয়েই এখন জনসাধারণের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। জানা গেছে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া-৫ আসনটি এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। শেরপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং ধুনট উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে ভোটার ৪ লাখ ৭৫ হাজার ২৭ জন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সাংবাদিক আমানউল্লাহ খান নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান, ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস জামান মুকুল, ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের শেষের দিকে এবং ২০০১ সালের নির্বাচনে পর পর চার দফায় বিএনপির প্রার্থী শেরপুরের সন্তান গোলাম মোহাম্মদ সিরাজ এমপি নির্বাচিত হন। কিন্তু ২০০৮ নির্বাচনের আগে গোলাম মোহাম্মদ সিরাজ রাজনীতি থেকে দূরে সরে যান। পরে জানে আলম খোকা বিএনপির দলীয় মনোনয়ন পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জানে আলম খোকাকে পরাজিত করে ধুনটের সন্তান সাবেক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় আবারও হাবিবর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এদিকে পর পর দুবার এই আসনটি দখলে থাকায় বিএনপির ঘাঁটিতে শক্ত অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগ। গত ১০ বছরে এলাকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা সর্বত্র রয়েছে বলে দাবি করছেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের বর্তমান এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান বলেন, ‘স্বাধীনতার পর ধুনট-শেরপুর এলাকায় যে উন্নয়ন কোনো সরকার করতে পারেনি সেই উন্নয়ন আওয়ামী লীগ সরকারের একজন এমপি হয়ে আমি করতে পেরেছি। আগামীতে আবারও এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করব।’ তাই আসন্ন নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, দলে কোনো কোন্দল নেই। তাই সাবাইকে সঙ্গে নিয়েই ধানের শীষের পক্ষে কাজ করব এবং বিজয় নিশ্চিত হবে।
শিরোনাম
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি