একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান ও বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের ভোটযুদ্ধ শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর এ নির্বাচনে দেশের বড় দুই দল আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের ভোটযুদ্ধে কে জয়ী হবেন তা নিয়েই এখন জনসাধারণের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। জানা গেছে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া-৫ আসনটি এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। শেরপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং ধুনট উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে ভোটার ৪ লাখ ৭৫ হাজার ২৭ জন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সাংবাদিক আমানউল্লাহ খান নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান, ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস জামান মুকুল, ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের শেষের দিকে এবং ২০০১ সালের নির্বাচনে পর পর চার দফায় বিএনপির প্রার্থী শেরপুরের সন্তান গোলাম মোহাম্মদ সিরাজ এমপি নির্বাচিত হন। কিন্তু ২০০৮ নির্বাচনের আগে গোলাম মোহাম্মদ সিরাজ রাজনীতি থেকে দূরে সরে যান। পরে জানে আলম খোকা বিএনপির দলীয় মনোনয়ন পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জানে আলম খোকাকে পরাজিত করে ধুনটের সন্তান সাবেক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় আবারও হাবিবর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এদিকে পর পর দুবার এই আসনটি দখলে থাকায় বিএনপির ঘাঁটিতে শক্ত অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগ। গত ১০ বছরে এলাকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা সর্বত্র রয়েছে বলে দাবি করছেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের বর্তমান এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান বলেন, ‘স্বাধীনতার পর ধুনট-শেরপুর এলাকায় যে উন্নয়ন কোনো সরকার করতে পারেনি সেই উন্নয়ন আওয়ামী লীগ সরকারের একজন এমপি হয়ে আমি করতে পেরেছি। আগামীতে আবারও এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করব।’ তাই আসন্ন নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, দলে কোনো কোন্দল নেই। তাই সাবাইকে সঙ্গে নিয়েই ধানের শীষের পক্ষে কাজ করব এবং বিজয় নিশ্চিত হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল