সংসদ সদস্য হিসেবে গতকাল শপথ গ্রহণের পর শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, এলাকার উন্নয়ন সাধনে তিনি যেসব ওয়াদা করেছেন তা বাস্তবায়ন কঠিন কাজ বটে। তবে বর্ষীয়ানরা তার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, বর্ষীয়ানদের দোয়ার বরকতে সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ দলীয় এই এমপি বলেন, তার এলাকার জনগণ তাকে যে কথা দিয়েছিল তা রেখেছে। এতে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি বলেন, গত ৪ মাস নির্বাচনে সাধারণ মানুষের দরজায় গিয়েছি। শুনেছি তাদের চাওয়া-পাওয়ার কথা। ওয়াদাও করেছি। কাজ করব আল্লাহর ইচ্ছায় যতটুকু সামর্থ্য দিয়েছে। ভোটাররা ওয়াদা করেছিল আল্লাহর নামে দোয়া করবে ভোটও দেবে। আমি ভোট চাই নাই। আমি তো শুধু দোয়া চেয়েছিলাম। ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি নারায়ণগঞ্জে। যে উন্নয়ন কাজ এখনো চলছে। ভোটারদের সঙ্গে একা একা কথা বলেছি। বলেছে তাদের মনের কথা। শুনেছি। তাই এখন আমার দেওয়ার পালা। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে সাধারণ মানুষের জন্য যদি কোথাও গিয়ে কারও পায়ে ধরতে হয় ধরব। আমার একটাই চাওয়া। নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি দেখতে চাই । শুধু আল্লাহ যেন হায়াতটা রাখেন। তিনি আরও বলেন, তার সবচেয়ে বড় শক্তি বাবা মার দোয়া। বাবা মা নেই। নির্বাচনী মাঠে বর্ষীয়ান নারী পুরুষ যেভাবে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করেছেন, ওই দোয়ার বরকতেই সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। প্রসঙ্গত, এবার নির্বাচনে নৌকা প্রতীকে শামীম ওসমান প্রায় ৩ লাখ ৯৩ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ কৃষক মনির হোসেন কাসেমী পেয়েছেন প্রায় ৭৫ হাজার ভোট।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
বর্ষীয়ানদের দোয়ায় কঠিন কাজ সহজ হবে : শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর