সংসদ সদস্য হিসেবে গতকাল শপথ গ্রহণের পর শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, এলাকার উন্নয়ন সাধনে তিনি যেসব ওয়াদা করেছেন তা বাস্তবায়ন কঠিন কাজ বটে। তবে বর্ষীয়ানরা তার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, বর্ষীয়ানদের দোয়ার বরকতে সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ দলীয় এই এমপি বলেন, তার এলাকার জনগণ তাকে যে কথা দিয়েছিল তা রেখেছে। এতে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি বলেন, গত ৪ মাস নির্বাচনে সাধারণ মানুষের দরজায় গিয়েছি। শুনেছি তাদের চাওয়া-পাওয়ার কথা। ওয়াদাও করেছি। কাজ করব আল্লাহর ইচ্ছায় যতটুকু সামর্থ্য দিয়েছে। ভোটাররা ওয়াদা করেছিল আল্লাহর নামে দোয়া করবে ভোটও দেবে। আমি ভোট চাই নাই। আমি তো শুধু দোয়া চেয়েছিলাম। ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি নারায়ণগঞ্জে। যে উন্নয়ন কাজ এখনো চলছে। ভোটারদের সঙ্গে একা একা কথা বলেছি। বলেছে তাদের মনের কথা। শুনেছি। তাই এখন আমার দেওয়ার পালা। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে সাধারণ মানুষের জন্য যদি কোথাও গিয়ে কারও পায়ে ধরতে হয় ধরব। আমার একটাই চাওয়া। নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি দেখতে চাই । শুধু আল্লাহ যেন হায়াতটা রাখেন। তিনি আরও বলেন, তার সবচেয়ে বড় শক্তি বাবা মার দোয়া। বাবা মা নেই। নির্বাচনী মাঠে বর্ষীয়ান নারী পুরুষ যেভাবে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করেছেন, ওই দোয়ার বরকতেই সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। প্রসঙ্গত, এবার নির্বাচনে নৌকা প্রতীকে শামীম ওসমান প্রায় ৩ লাখ ৯৩ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ কৃষক মনির হোসেন কাসেমী পেয়েছেন প্রায় ৭৫ হাজার ভোট।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন