সংসদ সদস্য হিসেবে গতকাল শপথ গ্রহণের পর শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, এলাকার উন্নয়ন সাধনে তিনি যেসব ওয়াদা করেছেন তা বাস্তবায়ন কঠিন কাজ বটে। তবে বর্ষীয়ানরা তার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, বর্ষীয়ানদের দোয়ার বরকতে সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ দলীয় এই এমপি বলেন, তার এলাকার জনগণ তাকে যে কথা দিয়েছিল তা রেখেছে। এতে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি বলেন, গত ৪ মাস নির্বাচনে সাধারণ মানুষের দরজায় গিয়েছি। শুনেছি তাদের চাওয়া-পাওয়ার কথা। ওয়াদাও করেছি। কাজ করব আল্লাহর ইচ্ছায় যতটুকু সামর্থ্য দিয়েছে। ভোটাররা ওয়াদা করেছিল আল্লাহর নামে দোয়া করবে ভোটও দেবে। আমি ভোট চাই নাই। আমি তো শুধু দোয়া চেয়েছিলাম। ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি নারায়ণগঞ্জে। যে উন্নয়ন কাজ এখনো চলছে। ভোটারদের সঙ্গে একা একা কথা বলেছি। বলেছে তাদের মনের কথা। শুনেছি। তাই এখন আমার দেওয়ার পালা। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে সাধারণ মানুষের জন্য যদি কোথাও গিয়ে কারও পায়ে ধরতে হয় ধরব। আমার একটাই চাওয়া। নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি দেখতে চাই । শুধু আল্লাহ যেন হায়াতটা রাখেন। তিনি আরও বলেন, তার সবচেয়ে বড় শক্তি বাবা মার দোয়া। বাবা মা নেই। নির্বাচনী মাঠে বর্ষীয়ান নারী পুরুষ যেভাবে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করেছেন, ওই দোয়ার বরকতেই সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। প্রসঙ্গত, এবার নির্বাচনে নৌকা প্রতীকে শামীম ওসমান প্রায় ৩ লাখ ৯৩ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ কৃষক মনির হোসেন কাসেমী পেয়েছেন প্রায় ৭৫ হাজার ভোট।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ