শিরোনাম
শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এশিয়াটিক সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

এশিয়াটিক সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা, আড্ডা, একক বক্তৃতা অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। গতকাল জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে শুরু হয় এ আয়োজন। এরপর পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজা খানম ও সাধারণ সম্পাদক ড. সাব্বির আহমেদ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ‘রবীন্দ্র, নজরুল এবং তারপর’ শীর্ষক বক্তৃতানুষ্ঠানে বক্তৃতা করেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. সাব্বির আহমেদ। সাধারণ দর্শকদের জন্য জাদুঘরটি প্রতি শুক্র ও শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর