বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চোখ বুলালেই সব খবর একনজরে

শেরপুর প্রতিনিধি

চোখ বুলালেই সব খবর একনজরে

শেরপুর জেলায় পাঠক জনপ্রিয়তায় সবার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। মানুষ পত্রিকা কিনতে এলেই প্রথমে বাংলাদেশ প্রতিদিন চেয়ে নেয়। কম পাতার পত্রিকায় মোটামোটি সব খবর থাকে -চোখ বুলালেই সব খবর এক নজরে দেখা যায়। দাম কম-কাগজ সুন্দর, নিরপেক্ষভাবে সব দলের আলোচনা-সমালোচনা করতে পত্রিকাটির সুনাম রয়েছে। জ্ঞানবিজ্ঞান, স্বাস্থ্য ও অনেক অজানা তথ্য পত্রিকায় স্থান পায় তাই  শেরপুরের মানুষ এই পত্রিকাটি পড়তে ভালোবাসেএমন তথ্য দিলেন শেরপুরের বাংলাদেশ প্রতিদিনের বিক্রয় প্রতিনিধি ও হকাররা। শেরপুরের বিক্রয় প্রতিনিধি বাবুল মিয়া জানিয়েছেন, সবাই চায় বাংলাদেশ প্রতিদিন। শেরপুরে আরও কিছু চাহিদা আছে। বিক্রয় কর্মী বাবুল মিয়া, মাসুদ রানা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন না থাকলে পত্রিকা বিক্রি করে মজা পাওয়া যায় না। বিক্রয় প্রতিনিধি সূত্রে জানা গেছে বিক্রিতে প্রথম বাংলাদেশ প্রতিদিন ৫ উপজেলার মধ্যে সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলায় ১ হাজার ৭৫০ কপি আসে। বাকি দুই উপজেলা নকলা ও নালিতাবাড়ী উপজেলার পত্রিকা আসে ময়মনসিংহ থেকে। দ্বিতীয় অবস্থানে আছে প্রথম আলো সারা জেলা মিলে ৮২০ কপি। তৃতীয় অবস্থানে রয়েছে যুগান্তর ৪৫০ কপি। চতুর্থ অবস্থানে সমকাল। সকাল ১০টার মধ্যে সব কাগজ শেরপুরে পৌঁছে যায়- এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন দুপুরের মধ্যেই শেষ হয়। অন্যান্য পত্রিকা বিক্রি করতে বিকাল হয়ে যায়।

সর্বশেষ খবর