মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
রাকসু নির্বাচন

সংলাপ আগামী সপ্তাহে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সংলাপ শুরু হচ্ছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে               দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। গতকাল সন্ধ্যায় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে কথা বলতে মাননীয় উপাচার্য আমাকে ও ছাত্র উপদেষ্টাকে দায়িত্বে দিয়েছেন। আমরা আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে কথা বলব। তাদের সবার কথা শুনব, রাকসু গঠনতন্ত্র পর্যালোচনা করব।’ এদিকে গতকাল বিকালে রাকসু নির্বাচন বিষয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাবি প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। সাক্ষাৎ শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল হোসেন জানান, ‘রাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। সেখানে তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামী এক সপ্তাহ বা এই মাসের মধ্যেই রাকসু নির্বাচন নিয়ে সংলাপ শুরু হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর