মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সহকর্মীকে মারধরের অভিযোগে কাস্টম হাউস অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সহকর্মীকে মারধরের অভিযোগে ঢাকা কাস্টম হাউসের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন কাস্টম এজেন্টরা। গতকাল বিকালে তারা ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে দুপুরে বারি এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমানকে কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার মাহবুবুর রহমান মারধর করেন বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। জানা যায়, মারধরের অভিযোগ এনে যুগ্ম কমিশনার মাহবুবের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন কাস্টম এজেন্টরা। এতে করে কাস্টম হাউসের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সন্ধ্যা ৬টার দিকে কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কাস্টম হাউসের কমিশনার। বিক্ষুব্ধরা জানান, একটি পণ্যের ভ্যালুর কাগজপত্র নিয়ে মাহবুবের রুমে যান আনিসুর। কাগজপত্রে পণ্যের ভ্যালু কম লেখায় মাহবুব আপত্তি জানান এবং আনিসুরকে মারধর করেন। এরপর আনিসুরের আইডি কার্ড রেখে দেন এবং জোরপূর্বক তার কাছ থেকে লিখিত নেন। এর আগেও তিনি একাধিক এজেন্টকে মারধর করেছেন বলে অভিযোগ করেন তারা।

সর্বশেষ খবর