সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে

- সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বর্তমানে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিহাসের চর্চা নেই, কেননা ইতিহাস তৈরি করেছে শ্রমিক মেহনতি মানুষেরা। যারা রাষ্ট্র শাসন করেছিলেন তারা ইতিহাস তৈরি করেননি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে  এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শহীদ আসাদ স্মরণ সাংস্কৃতিক পর্ষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গণসংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, লেখক সেরাজুল আনোয়ার, পর্ষদের আহ্বায়ক হায়দার আনোয়ার খান জুনো প্রমুখ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ খবর