শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনা পুলিশে শুদ্ধি অভিযান

নিয়মবহির্ভূত কাজে জড়ালেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের বদলি-পোস্টিংয়ে কোনো টাকা লাগবে না। কোনো ধরনের নিয়ম বহির্ভূত কাজে জড়াবে না পুলিশ। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানাগুলোতে পুলিশের সব কাজ অভ্যন্তরীণভাবে কঠোর মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে তাদের মধ্যে সেবার মানসিকতা তৈরিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কেএমপি পুলিশের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে গতকাল এসব কথা বলেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। পুলিশকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্য নিয়ম বহির্ভূত কাজে জড়ালে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, এরই মধ্যে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কেএমপির ৩ জন উপ-পরিদর্শক (এসআই) ও ৪ জন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। মাদকসহ আটকের পর একজন কনস্টেবল কারাগারে রয়েছেন। গত এক মাসে মহানগরীর ৮টি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ২৭২টি। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মাদকের সঙ্গে জড়িত রাজনৈতিক সংগঠনের নেতা ও  পৃষ্ঠপোষকদের কয়েকজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর