মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় শিফট শিক্ষকদের ভাতা জটিলতা নিরসন দাবি

নিজস্ব প্রতিবেদক

পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকরা জটিলতা নিরসন করে পূর্ণাঙ্গ বেতন-ভাতার দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, কারিগরি শিক্ষা উন্নয়নে দেশের সব পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নিরলস কাজ করে যাচ্ছে। কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট কার্যক্রম চালু করা হয়। বলা হয়েছিল, তারা প্রথম শিফটের শিক্ষকদের সমান বেতন পাবেন। অথচ এতদিন পর্যন্ত তাদের পঞ্চাশ শতাংশ বেতন দেওয়া হচ্ছিল। কিন্তু সম্প্রতি তাদের বেতন-ভাতা আরও কমিয়ে দেওয়া হয়েছে। প্রায় ২৫ শতাংশ বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই শিক্ষকরা। আয়োজকরা দ্বিতীয় শিফট শিক্ষকদের পূর্ণাঙ্গ বেতন-ভাতা দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের (বাপশিপ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি প্রকৌশলী মো. তাহের জামিল। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির (বাপশিস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ এম জহিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর