বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাবিতে ভেজাল বিরোধী অভিযান জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ছয় দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১ টা পর্যন্ত রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত দোকানগুলোকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, পচা চপ, রোলসহ অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বিশ^বিদ্যালয়ের পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্নার দোকানে ৩০ হাজার, খাবারের মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, পচাবাসি খাবার রাখায় সাগর ক্যান্টিনে ২ হাজার, টুকিটাকি চত্বরের মনির, বাবু, আকবরের দোকানে প্রত্যেককে ২ হাজার করে জরিমানা করা হয়। এদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখায় ফয়জুল অ্যান্ড সন্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর