Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৯ মার্চ, ২০১৯ ২৩:২০

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

সিলেটে উদ্বোধন হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গতকাল বিকালে নগরীর শাহী ঈদগাহর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মেলার উদ্বোধনী বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদের দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতেই হবে। আর এর মাধ্যম হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

তিনি বলেন, সিলেটের হাওর-বাঁওড়ের মাছ যদি প্রক্রিয়াজাতের মাধ্যমে বিদেশে রফতানি করা যায় তবে দেশের অর্থনীতি লাভবান হবে।বাণিজ্য সম্প্রসারণে সিলেটের এসব উন্নয়নের বিষয় সরকারের পরিকল্পনায় আছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর