মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বরিশালে ৯৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। গতকাল বেলা দেড়টায় পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, কক্সবাজার থেকে ঢাকা হয়ে ইয়াবার একটি বড় চালান নৌপথে বরিশালে আসার গোপন খবর পান তারা। এর ভিত্তিতে গোয়েন্দাদের সহায়তায় রবিবার ভোরে বরিশাল নদীবন্দরে ঢাকা থেকে আগত এমভি পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৪ নম্বর কেবিনে অভিযান চালিয়ে একটি টিস্যুবক্সের ভিতর লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ বহনকারী নাসির মাতব্বরকে আটক করে পুলিশ। তার কাছ থেকে মুঠোফোন উদ্ধার করা হয় তিনটি। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা। ওই সময় ইয়াবার চালান গ্রহণ করতে বরিশাল নদীবন্দরে যাওয়া বরিশালের মাদকসম্রাট মো. আজিম হোসেন হাওলাদার ওরফে ফেন্সি আজিমকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, মোহাম্মদ দিলদার নামে এক মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা কিনে নাছির মাতব্বরের মাধ্যমে ঢাকা থেকে নৌপথে বরিশালে সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কমিশনার। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে সড়কপথের চেয়ে নৌপথে তুলনামূলক নিরাপদে বরিশালে মাদক পাচার হচ্ছে। পুলিশ এ চক্রের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর